Sunday, June 16, 2024
spot_img
Homeবিচিত্রশাহরুখ সুরা পড়ে ফুঁ দিয়েছেন, থুথু ছেটাননি : তসলিমা

শাহরুখ সুরা পড়ে ফুঁ দিয়েছেন, থুথু ছেটাননি : তসলিমা

সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুর পর সেখানে শ্রদ্ধা জানাতে যান বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানে মোনাজাত করে লতাকে বিদায় জানান শাহরুখ। তবে নতুন বিতর্ক শুরু হয় মরদেহের সামনে তাঁর মাস্ক খোলায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

অরুণ যাদব নামের এক বিজেপি নেতা সরাসরি প্রশ্নই তোলেন। তাঁর প্রশ্ন―প্রার্থনার নামে শাহরুখ লতা মঙ্গেশকরকে ‘অসম্মান’ করেননি তো? বলিউড অভিনেতা সুরসম্রাজ্ঞীর শেষশয্যায় থুথু ছিটিয়েছেন বলে সন্দেহ করেন ওই নেতা।

তবে এই ইস্যুতে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শাহরুকের এই ইস্যু নিয়ে টুইটও করেন তিনি। তসলিমা টুইটারে বলেন, ‘শাহরুখ খান থুথু ছেটাননি, সুরা পড়ে ফুঁ দিয়েছেন। মুসলিমরা এটি শুভ কামনা জানাতে করে থাকে। মুসলমানরা হিন্দুদের জন্য প্রার্থনা করে, হিন্দুরা মুসলমানদের জন্য প্রার্থনা করে। এটি একটি মিশ্র সমাজে বসবাসের মানবিক উপায়। ‘

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments