‘দেবদাস’, ‘মহাব্বতে’সহ আরও কয়েকটি সিনেমাকে ‘হিট’ করেছিলেন বলিউডের দুই তারকা শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই। কিন্তু ‘বীর জারা’, ‘চলতে চলতে’সহ মোট পাঁচটি সিনেমায় নায়িকার ভূমিকা থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ।
আর ওইসব সিনেমায় শাহরুখ কেবল নায়ক নন, ছিলেন প্রযোজকও। খবর টাইমস অব ইন্ডিয়ার।
তবে ঐশ্বরিয়া আজও জানেন না, সিনেমা থেকে তার বাদ পড়ার কারণ কী। অন্যদিকে শাহরুখ বলেছেন, এর পেছনে কারণ অবশ্যই আছে। কিন্তু সেই কারণ তিনি জানাতে চান না।
টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে হিন্দি সিনেমার এককালের অভিনেত্রী সিমি গারেওয়ালকে দেওয়া ঐশ্বরিয়ার পুরনো একটি সাক্ষাৎকার।
সেখানে সিমি জানতে চান, ঐশ্বরিয়াকে কেন এবং কয়টি সিনেমা থেকে বাদ দিয়েছিলেন শাহরুখ।
উত্তরে ঐশ্বরিয়া বলেন, কীভাবে উত্তর দেব, জানি না। হ্যাঁ আমাদের একসঙ্গে অনেক সিনেমায় কাজ করার কথা ছিল। যতদূর জানি, পাঁচটি ছবি থেকে আমার নাম কাটিয়ে দেওয়া হয়। কিন্তু এর কারণ আমাকে জানানো হয়নি। আমি উত্তর পাইনি আজ পর্যন্ত।
ঐশ্বরিয়া জানান, একের পর এক সিনেমা থেকে বাদ পড়ায় তিনি স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছিলেন। কিন্তু কোনো দিন এ বিষয়ে শাহরুখকে তিনি প্রশ্ন করেননি।
পরবর্তীতে ইন্ডিয়া টুডেকে শাহরুখ বলেছিলেন, কারও সঙ্গে ভালো কাজ করার পরও অন্য কোনো কাজ থেকে তাকে বাদ দেওয়াটা কঠিন কাজ। আমাকে সেই কাজটি করতে হয়েছিল। ব্যক্তিগতভাব আমি মনে করি কাজটা ভুল হয়েছিল। কিন্তু প্রযোজক হিসেবে মনে করি এর পেছনে কারণ ছিল। আর এ জন্য ঐশ্বরিয়ার কাছে আমি ক্ষমাও চেয়েছিলাম।