Tuesday, March 28, 2023
spot_img
Homeবিনোদনশাহরুখপুত্র আরিয়ান আর নোরা ফতেহিকে নিয়ে গুঞ্জন!

শাহরুখপুত্র আরিয়ান আর নোরা ফতেহিকে নিয়ে গুঞ্জন!

বলিউডপাড়ায় এখন জোর গুঞ্জন চলছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে।

আরিয়ান নাকি নোরা ফতেহি প্রেমে মজেছেন!নোরার সঙ্গে নাকি এখন বেশ ঘনিষ্ঠ বন্ধুত্বে জড়িয়েছেন আরিয়ান।

গুঞ্জন উঠেছে, মুম্বাই শহরের আনাচে-কানাচে নাকি এখন দেখা যাচ্ছে আরিয়ান-নোরাকে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এক ছবি থেকেই এ গুঞ্জনের ডালপালা গজিয়েছে।

যেখানে নোরা ও আরিয়ানের এক বন্ধু দুজনের ছবি পোস্ট করে লিখেছেন, তোমাদের একসঙ্গে দেখে ভাল লাগল। ব্যস, এই ছবি নিয়েই শুরু হল শোরগোল। তারপর থেকে পাপারাৎজ্জিদের নজরে আরিয়ান ও নোরা।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, মুম্বইয়ের বহু নাইটক্লাব ও কফি শপেও দেখা গিয়েছে এই দুজনকে। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ নোরা ও আরিয়ান।

এতদিন শোনা যাচ্ছিল, চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ আরিয়ান। এমনকী, আরিয়ান যখন মাদককাণ্ডে জড়িয়ে পড়ে, তখন পাশে ছিলেন অনন্যাই। তবে এসব এখন অতীত। আরিয়ানের নজর এখন নোরার দিকে।

অন্যদিকে, সুকেশের মামলায় জ্যাকলিনের পাশাপাশি নোরার নামও এসেছে। জ্যাকলিনের মতোই ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন নোরা।

জানা গেছে, বিলাসবহুল গাড়ি থেকে দামি হিরার গয়না কিংবা ব্যাগ উপহার দেওয়া হয়েছে ‘গরমি গার্ল’কে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments