কী এমন কাজ করো
যা, হৃদয় মেরামতের চেয়েও জরুরি
কী জীবন বোধে মগ্ন থাকো
যা, নিরানন্দ ও নিঃসঙ্গ আত্মাকে
ভয়াবহ বিপর্যস্ত করে
কী এমন কাজ করো।
কী দেখো দু’চোখে
যা, অন্তহীন বিশ্বব্রহ্মাণ্ড দেখতে
বারণ করে,
যা, দিগন্তের সৌন্দর্য
আড়াল করে
যা,চিরন্তন জীবনের মানচিত্র
খারিজ করে
কী দেখো দু’চোখে।
কী এমন আলোচনার
সূত্রপাত করো
যা, প্রেম ও পবিত্রতার ঊর্ধ্বে
যা, সমাপ্তির অপেক্ষা করে না,
কী এমন আলোচনার
সূত্রপাত করো।
কী এমন চিন্তায় ডুবে থাকো
যা, পাপ-পুণ্যের দাসত্ব
অস্বীকার করে,
যা, অদৃশ্য গুপ্তধন আত্মসাতের
পরিকল্পনা করে।
কী এমন সতর্ক করো
যা, শাশ্বত ক্ষমার বাণী
ভয়ংকরভাবে গোপন করে,
যা, নির্মম নিষ্ঠুরতাকে
ধন্যবাদ জ্ঞাপন করে।
কী এত অহংকার করো
যা,পাপকে বড় পাপে
রূপান্তর করে,
যা, মানবিক মনস্তত্ত্বের
সমুদ্রকে বিনিময় করে,
যা, অস্তিত্ব বিলীনে
প্রতিমুহূর্তে লজ্জা পায়
কী এত অহংকার করো।
কী এমন অনুসন্ধান করো
যা, অনন্ত জগতে সম্পৃক্ত
একাকার অবিচ্ছিন্ন,
যা, চিরন্তন শাশ্বত
কী এমন অনুসন্ধান করো।