Saturday, June 10, 2023
spot_img
Homeজাতীয়শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে নেয়া হয়েছে আদালতে

শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে নেয়া হয়েছে আদালতে

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তার দিখিয়েছে পুলিশ। ইতোমধ্যে তাকে নেয়া হয়েছে আদালতে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেন, গতকাল (বুধবার) রাতে ডিএমপির রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় প্রথম আলোর শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়েছে। তাকে আদালতে তোলার প্রস্তুতি নিয়েছে পুলিশ।
এরআগে বুধবার ভোর রাতে সাংবাদিক শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেয়া হয় বলে অভিযোগ উঠে। পরে তেজগাঁও থানায় তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার কথা জানা যায়। এক যুবলীগ নেতা মামলাটি দায়ের করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments