Saturday, April 1, 2023
spot_img
Homeবিনোদনশাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্য অভিনয় করা সম্ভব নয় -দিঘী

শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্য অভিনয় করা সম্ভব নয় -দিঘী

শিশুশিল্প থেকে নায়িকা হওয়া প্রার্থনণা ফারদিন দীঘি বলেছেন শাকিব খানের সঙ্গে পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করা সম্ভব নয়। সম্প্রতি শাকিব খান কয়েকটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। এতে তার বিপরীতে নতুন কাউকে নিতে চাচ্ছেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে। ইতোমধ্যে কারো কারো নায়িকা হওয়ার কথা থাকলেও তারা রাজী হননি। এরপরই মূলত দীঘির বিষয়টি আলোচনায় আসে। কিন্তু দীঘি জানিয়ে দিয়েছেন তিনি শাকিব খানের সঙ্গে পর্দায় রোমান্স করবেন না। দীঘি বলেন, যে মানুষটাকে বাবা ডেকেছি, চাচা ডেকেছি তার সঙ্গে পর্দায় রোমান্স করা সম্ভব নয়। যারা বাবা-চাচা ডাকেনি তাদের পক্ষে সম্ভব। তাদের জন্য বিষয়টা সহজ। আমার জন্য মোটেও সহজ নয়। আমি একজন শিল্পী হিসেবে যখন সহজ হতে পারছি না, তখন আমার দর্শকদের জন্য বিষয়টি সহজ হবে বলে মনে হয় না। ব্যতিক্রম চরিত্র হলে তখন চিন্তা করবো। তাও এখনই বলতে পারছি না করবো কি করবো না।’ উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাচ্চু’ সিনেমায় দীঘির চাচার ভূমিকায় অভিনয় করেছিলেন শাকিব খান। পর্দার বাইরেও শাকিবকে ‘চাচ্চু’ ডাকেন দিঘী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments