Monday, March 27, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিশাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে ভারতের সমন জারি

শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে ভারতের সমন জারি

ভারতের অর্থনৈতিক অপরাধ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শাওমির ভারতীয় শাখার সাবেক ব্যবস্থাপনা পরিচালক মানু কুমার জৈনের বিরুদ্ধে সমন জারি করেছে। ফেব্রুয়ারি থেকেই শাওমির বিষয়ে তদন্ত করছে ইডি।

মানু কুমার জৈন এখন শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট। দুবাইয়ে বসবাস করলেও বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

তাঁর ভারতে অবস্থানের আসল কারণ জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা যায়, ভারতীয় ফরেন এক্সচেঞ্জ/বৈদেশিক বিনিময় বিষয়ক আইন না মানায় তাঁকে ডাকা হয়েছে। এ বিষয়ে শাওমির মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় আইন ও নিয়ম-কানুন পুরোপুরিভাবে মেনে চলেছে শাওমি। ফেব্রুয়ারিতে তাঁর কাছে বৈদেশিক বিনিয়োগ, শেয়ারের মালিকানা, বিনিয়োগের ধরন, আর্থিক বিবরণী ও তথ্যসংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়। শাওমি ও চীনের ব্যাবসায়িক কৌশল ও রয়ালটি পেমেন্ট নিয়ে তদন্ত করছে ইডি। গত বছরের ডিসেম্বরে আয়কর ফাঁকির অভিযোগে শাওমিসহ আরো কয়েকটি চীনা স্মার্টফোন নির্মাতা কম্পানির ভারতীয় অফিসে অভিযান চালানো হয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments