Tuesday, May 30, 2023
spot_img
Homeবিনোদনশরীরে হাত, চটলেন মালাইকা

শরীরে হাত, চটলেন মালাইকা

মালাইকা আরোরা। বয়স ৪৮ হলেও তা কেবলই যেন সংখ্যা! এখনো ফিটনেসের বিষয়ে দারুণ সচেতন। তার আবেদনময়ী লুক বলিউডের অনেক তরুণ নায়িকাদেরও যেন টেক্কা দেয়। ব্যক্তিগত জীবনে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। যা নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার ফ্যাশন শোয়ে গিয়ে এক যুবকের কাণ্ডে হতবাক মালাইকা। যার একটি ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। নেটদুনিয়ায় ছড়িয়েপড়া ভিডিওতে দেখা যায়, কালো রঙের ডিপ নেক গাউনে সেজেছেন মালাইকা। যে পোশাকে স্পষ্ট হয়ে উঠেছে তার ক্লিভেজ। তবে আকস্মিকভাবে গণ্ডগোল বাধে।

কারণ ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় এক ব্যক্তি হাত দিয়ে ফেলে মালাইকার ক্লিভেজে। এতে হতবাক হয়ে যান মালাইকা। চটে গিয়ে ওই যুবকের দিকে তাকিয়ে কিছু একটা বলেন তিনি। তারপর কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে নেন এই অভিনেত্রী। চলতি সপ্তাহের গোড়ার দিকে দিল্লির ‘ইন্ডিয়া কোচার উইক’ ফ্যাশন শোয়ে অংশ নেন মালাইকা। আর সেখানেই এ ঘটনা ঘটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments