Sunday, March 26, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিশঙ্কায় আছেন টুইটারকর্মীরা খুশি হয়েছেন জ্যাক ডরসি

শঙ্কায় আছেন টুইটারকর্মীরা খুশি হয়েছেন জ্যাক ডরসি

ইলন মাস্ক এখন টুইটারের মালিক। তবে পুরোপুরি নিজের মনের মতো করে টুইটারকে সাজাতে মাস্ককে অন্তত আরো ছয় মাস অপেক্ষা করতে হবে। বছরের শেষ দিকে টুইটার আর শেয়ারবাজারের তালিকাভুক্ত কম্পানি থাকবে না। সম্পূর্ণ ব্যক্তিমালিকানাধীন কম্পানিতে পরিণত হবে মাইক্রোব্লগিং প্ল্যাটফরমটি।

আপাতত কম্পানির অভ্যন্তরীণ পরিবর্তনগুলো কেমন হবে সে আলোচনাই প্রাধান্য পাচ্ছে। বাকি সব টুইটারকর্মীর মতো টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালও আছেন অন্ধকারে। টুইটারের ভবিষ্যৎ কেমন হবে সে সম্পর্কে তাঁর ধারণা না থাকলেও কর্মীদের কিন্তু তিনি জানিয়েছেন, এখনই কাউকে ছাঁটাই করা হবে না। তবু টুইটারের কর্মীরা তাঁদের ভবিষ্যৎ নিয়ে বেশ শঙ্কায় আছেন। কাজের পরিবেশ ও চাকরির স্থায়িত্ব নিয়ে তাঁদের মনে আছে হাজারো প্রশ্ন। তাই আগামী দু-এক দিনের মধ্যেই টুইটারকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ইলন মাস্ক।

কর্মীদের প্রতিক্রিয়া যেমনই হোক মাস্ক দায়িত্ব নেওয়ায় খুশি হয়েছেন টুইটারের সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরসি। টুইট পোস্টে জানিয়েছেন, টুইটারের সমস্যার সমাধানের জন্য একমাত্র ইলন মাস্কের ওপরই তিনি ভরসা করতে পারেন। তবে ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। সেখানকার মুখপাত্র জেন পিসাকি জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর শক্তি নিয়ে বেশ উদ্বিগ্ন প্রেসিডেন্ট জো বাইডেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments