ইরানের কেন্দ্রীয় ব্যাংক ও রুশ সরকার মিলে তৈরি করছে ক্রিপ্টোকারেন্সি। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ‘টোকেন অব দ্য পার্শিয়ান গালফ রিজিয়ন’ দিয়ে কেনাকাটা করতে চায় তারা। রাশিয়ান অ্যাসোসিয়েশন অব ক্রিপ্টো ইন্ডাস্ট্রি ও ব্লকচেইনের পরিচালক আলেকজান্ডার ব্রাজনিকভ জানিয়েছেন, এই টোকেন স্টেবলকয়েন রূপে চালু হবে। ডলার, রুবল বা রিয়ালের মতো মুদ্রার বদলে স্বর্ণের দাম দ্বারা নিয়ন্ত্রিত হবে স্টেবলকয়েনটির দাম। এটি সর্বপ্রথম চালু হতে পারে রাশিয়ার বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল অ্যাস্ত্রাকসানে। এই বন্দরনগরীতেই জাহাজে আসা ইরানি পণ্য গ্রহণ করে রাশিয়া। দুটি দেশেই সাধারণ মানুষের জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে কেনাকাটা করা নিষিদ্ধ। তবে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি যাতে ব্যবহার করা যায়, তা নিশ্চিতে কাজ চালিয়ে যাচ্ছে তারা। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিন্যানশিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) নেটওয়ার্কের সেবা ব্যবহার থেকে বঞ্চিত হয় রাশিয়া। এই নেটওয়ার্ক সেবা ব্যবহার করে বিশ্বব্যাপী ব্যাংকগুলো বৈদেশিক অর্থ লেনদেনের তথ্য পায়।
সূত্র : টাইমস নাউ