ব্যাঙ্গালোরে চতুর্থ তলার ব্যালকনি থেকে পড়ে শনিবার নিহত হয়েছেন বিমানবালা অর্চনা ধীমান। এ জন্য গ্রেপ্তার করা হয়েছে তার প্রেমিককে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ঘটনার মাত্র চারদিন আগে দুবাই থেকে ব্যাঙ্গালোরে পৌঁছেন অর্চনা। এরপর রেনুকা রেসিডেন্সি সোসাইটিতে একটি এপার্টমেন্টে প্রেমিক আদেশের সঙ্গে অবস্থান করছিলেন ২৮ বছরের অর্চনা। আদেশ ওই শহরের একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের প্রযুক্তিবিষয়ক কর্মী। অর্চনার সঙ্গে তার জানাশোনা হয় একটি ডেটিং সাইটে। এরপর ৬ মাস ধরে তাদের মধ্যে রিলেশন চলছিল। জিজ্ঞাসাবাদে আদেশ বলেছেন, তাদের মাঝেমধ্যেই ঝগড়া হতো।
ঘটনার রাতে তারা দু’জনেই মদ পান করেছিলেন। পুলিশকে আদেশ বলেছেন, এরই এক পর্যায়ে ব্যালকনি থেকে পা পিছলে পড়ে যায় অর্চনা। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আদেশের ভূমিকা থাকার সন্দেহে পুলিশ তার বিরুদ্ধে হত্যা মামলা করেছে। তাকে পাঠানো হয়েছে পুলিশি হেফাজতে।