Saturday, December 9, 2023
spot_img
Homeখেলাধুলালিডসের জালে সিটির ৭ গোল

লিডসের জালে সিটির ৭ গোল

যত দ্রুত সম্ভব মঙ্গলবার রাতটাকে ভুলতে চাইবে লিডস ইউনাইটেড। দুঃসহ স্মৃতি কেই বা মনে রাখতে চায়? ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল তলানিতে থাকা লিডস। নিজেদের ডেরায় মার্সেলো বিয়েসলার দলকে গোলবন্যায় ভাসিয়েছে সিটিজেনরা। ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচটিতে ৭-০ গোলের বিরাট জয় পেয়েছে স্কাই-ব্লুজরা।

৮ম মিনিটে শুরুটা করেন ফিল ফোডেন, ৭৮তম মিনিটে ইতি টানেন নাথান আকে। মাঝে তাণ্ডব চালান জ্যাক গ্রিলিশ, কেভিন ডি ব্রুইনা, রিয়াদ মাহরেজ ও জন স্টোনস। জোড়া গোল করেন সিটির বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনা।

পুরো ম্যাচে লিডসের উপর আধিপত্য দেখায় ম্যান সিটি। ৬৫র শতাংশ বল দখলে রেখে গোলবারের উদ্দেশ্যে মোট ৩১টি শট নেয় পেপ গার্দিওলার শিষ্যরা। যার মধ্যে ১৫টি ছিল লক্ষ্যে।অপরদিকে মাত্র ৩৫ শতাংশ বল দখলে রাখা লিডস ৬টি শটের ৩টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়।

৪-৩-৩ ছকে নামা সিটির একাদশে নিষেধাজ্ঞার কারণে রাইটব্যাক জোয়াও কানসেলো ছিলেন না। আরেক রাইটব্যাক কাইল ওয়াকারকেও নামাননি গার্দিওলা। সেন্টারব্যাক জন স্টোনসকে খেলিয়েছেন রাইটব্যাক হিসেবে। সিটির স্কোয়াডে ছিলেন না কোনো স্ট্রাইকারও। শূন্যস্থানের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। ম্যাচে ৮ম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

১৩তম মিনিটে ব্যবধান বাড়ান আরেক ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ। রিয়াদ মাহরেজের ক্রসে দুর্দান্ত হেডে গোলটি করেন সিটির সবচেয়ে দামি খেলোয়াড়। ৩২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ডি ব্রুইনা। ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে লিডস গোলরক্ষক ইলান মেসলায়ারকে পরাস্ত করেন এই বেলজিয়ান খেলোয়াড়।

লিডস প্রথমার্ধেই যে কার্যত ম্যাচ থেকে ছিটকে গেছে, তা বোঝাই যাচ্ছিল। দ্বিতীয়ার্ধে রক্ষণে জোর দিয়েও লজ্জার হার এড়াতে সমর্থ্য হয়নি বিয়েসলার দল। ৪৯তম মিনিটে মাহরেজের শট লেফটব্যাক জুনিয়র ফিরপোর পায়ে লেগে দিক বদলে জালে জড়ায়। ৫৩তম মিনিটে স্কোরশিটে নাম তোলার সহজ সুযোগ নষ্ট করেন ইলকাই গুনদোয়ান। ৬১তম মিনিটে মাহরেজের পাসে ফোডেন গোল পেলেও ভিএআরের সিদ্ধান্তে সে গোল বাতিল হয়। এক মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোলটি করেন ডি ব্রুইনা।

৭৪তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন ডিফেন্ডার জন স্টোনস। ৭৮ মিনিটে ফোডেনের কর্নারে মাথা ছুঁইয়ে দলের সপ্তম গোলটি করেন ডাচ ডিফেন্ডার নাথান আকে।

১৭ ম্যাচে ১৩ জয় ২ ড্র ও ২ হারে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। ১৬তম লিডসের পয়েন্টও ১৬।
১৬ ম্যাচে ১১ জয় ৪ ড্র ও ১ হারে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় চেলসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments