Sunday, October 1, 2023
spot_img
Homeবিনোদনলালনের ১০ গান নিয়ে সায়েরা রেজার সাঁইজি মিক্স

লালনের ১০ গান নিয়ে সায়েরা রেজার সাঁইজি মিক্স

লালনের ১০ গান নিয়ে ফোক গানের জনপ্রিয় শিল্পী সায়েরা রেজার ‘সাঁইজি মিক্স’ মুক্তি পাচ্ছে এবার ঈদে। হালে বিভিন্ন ধরনের ম্যাশাপের বেশ কদর বেড়েছে। সাঁইজি মিক্সও মূলত ম্যাশাপ ঢঙেই সাজানো হয়েছে। সায়েরা রেজা বললেন, লালন গান নিয়ে ম্যাশাপ এই প্রথম। এটা শ্রোতামহলে অন্যরকম এক দ্যোতনা তৈরি করবে বলে আমার বিশ্বাস। অপু মাহফুজের সার্বিক পরিকল্পনায় ও তৌফিকুল ইসলাম শাওনের মিউজিকে করা এ গানটির অডিও-ভিজুয়াল শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সায়েরা রেজা মিউজিক লাউঞ্জ-এ অবমুক্ত হবে চাঁদ রাতে। উল্লেখ্য, ছায়াছবি, নাটক ও সলো মিলিয়ে সায়েরা রেজার বেশকিছু গান মুক্তির অপেক্ষায় রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments