যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের এক অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি ছাত্র ফারহান পাশা (১৮)’র লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বাংলাদেশী বংশোদ্ভুত ফারহান পাশা গত ৪ সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক ১২টায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। ফারহান পাশা ক্যালিফোর্নিয়ার রিভারসাইড বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়তেন। লস অ্যাঞ্জেলেসের মারিপোসা রোডের একটি অ্যাপার্টমেন্টে মা ফাতেমা জোহরা রিপা ও অসুস্থ নানার সঙ্গে তিনি থাকতেন। সেখান থেকেই তার লাশ উদ্ধার করা হয়। তাদের দেশের বাড়ি রাজবাড়ী জেলার পাংশার খামারডাঙ্গা।
স্বজনরা জানায়, ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে তার মা কাজের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ছেলেকে কুরআন তেলওয়াত করতে দেখেন। কিন্তু দুপুরে কাজ থেকে ফিরে ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

এরপর প্রতিবেশী বাংলাদেশি মাসুদ ও তার স্ত্রীকে ফোন করেন। মাসুদরা এসে ৯১১ এ ফোন করলে মেডিকেল টিম ও পুলিশ এসে ফারহানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ময়না তদন্ত রিপোর্টে বলা হয় ফারহান পাশার মৃত্যু হয়েছে শ্বাসরোধে। তবে কিভাবে তার এমন অবস্থা হয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে।
এদিকে গত ২২ সেপ্টেম্বর পামডেল কবরস্থানে দুপুর ১টায় ফাহানের লাশ দাফন করা হয়। করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
অপরদিকে, রহস্যজনক মৃত্যুর কারণকে কেন্দ্র করে কমিউনিটিতে নানা গুঞ্জন উঠেছে। কিন্তু নিশ্চিত করে তখনই বলা যাবে যখণ পুলিশি তদন্ত রিপোর্ট জানা যাবে।
প্রতিবেশীদের ধারণা, করোনাভাইরাসের দীর্ঘ স্বেচ্ছাবন্দি জীবনে বিষন্নতা থেকে ফারহান আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ফারহানের মা ফাতেমা জেহরা রিপা ৭ বছর পূর্বে দু’ছেলে ফাতিন পাশা (২২) ও ফারহান পাশা (১৮) কে নিয়ে ছেলেদের উন্নত ভবিষ্যতের আশায় এক বুক আশা নিয়ে পারিবারিক আবেদনে ইমিগ্রেন্ট হয়ে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এসেছিলেন। তার আরেক ছেলে ফাতিন পাশা (২২) ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন।
বাবা বাংলাদেশের রাজবাড়ির গর্বিত সন্তান জগনুল পাশা সদ্য অবসরে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। তিনি চাকুরির সুবাদে বাংলাদেশে থাকেন। ফলে শেষ বিদায়ে ছেলেকে দেখতে পাননি।
পারিবারিক সূত্র জানায়, নিহত ফারহান পাশা অত্যন্ত মেধাবী ও অমায়িক ব্যবহারের অধিকারি এবং ধার্মিক ছিলেন। মৃত্যুকালে ফারহান পাশা রিভার সাইড বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অধ্যায়নরত ছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রহস্যজনক মৃত্যুর ফলে অল্প বয়সেই জীবনের পাঠ চুকিয়ে পরকালে পাড়ি জমিয়েছেন। তার ফেসবুকে একটি কবরের ছবি ছাড়া অন্য কোন ছবি প্রকাশ করতে দেখা যায়নি।