Saturday, June 10, 2023
spot_img
Homeআন্তর্জাতিকলন্ডনের রাস্তায় গরুর পুজো দিলেন ঋষি সুনাক

লন্ডনের রাস্তায় গরুর পুজো দিলেন ঋষি সুনাক

লন্ডনের রাস্তায় দেখা গেলো এক আজব দৃশ্য। সৌজন্যে সে দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্রিটেনের রাস্তায় করেছেন গরুর পুজো। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে  দেখা যাচ্ছে, লন্ডনের একটি রাস্তার মধ্যে চারদিক ব্যারিকেড ঘেরা একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটি গরু। গরুটিকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। রঙিন হাতের ছাপও দেওয়া হয়েছে তাঁর গায়ে। ব্যারিকেডের মধ্যে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক এবং তাঁর স্ত্রী অক্ষত মূর্তি। সেই ছবি ও ভিডিও দেখে উচ্ছ্বসিত সেদেশে থাকা ভারতীয়রা। দেখা গিয়েছে, লন্ডনে সস্ত্রীক গরুর আরতি করছেন ঋষি সুনাক।

ব্যারিকেডের চারিদিকে লন্ডনের উৎসাহী জনতাও ভিড় করেছেন গরুর পুজো দেখতে। তামার পাত্র থেকে জল গরুর উদ্দেশে ছেটাতেও দেখা গেছে সুনাক  ও তাঁর স্ত্রীকে। বেশ কিছুক্ষণ ধরে গোমাতার উদ্দেশে আরতি করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। যা দেখে নেটিজেনরা উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, লন্ডনে বসে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি যেভাবে পুজো করছেন গোমাতাকে, তা হিন্দু ঐতিহ্যের শক্তির কথা মনে করিয়ে দেয়। এর আগে ভারতীয় বংশোদ্ভূত সাংসদ জন্মাষ্টমী উদযাপন করতে লন্ডনের ভক্তিবেদান্ত মনোর পরিদর্শন করেছিলেন। সেইসময়ে মিডিয়ার সাথে কথোপকথনে, তিনি জানিয়েছিলেন যে হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতা তাকে চ্যালেঞ্জিং সময়ে মনে শক্তি জুগিয়েছে। এর আগে, তিনি ভগবদ্গীতা ধারণ করে সংসদ সদস্য হিসাবে শপথ নেন হাউস অফ কমন্সে। প্রাক্তন বিদেশ সচিব লিজ ট্রাসের সঙ্গে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় সামিল ঋষি।বিশেষজ্ঞরা বলছেন দেশের অর্থনীতি নিয়ে তাঁর পরিকল্পনা সাধারণ মানুষের খুব একটা মনে ধরেনি। বরিস জনসনের পর নতুন প্রধানমন্ত্রীকে বেছে নেবেন ব্রিটেনবাসী। গোটা ব্রিটেন জুড়ে প্রায় পাঁচ লক্ষ দলীয় কর্মীর ভোটের পরেই চূড়ান্ত হয়ে যাবে, ১০ ডাউনিং স্ট্রিটের পরবর্তী বাসিন্দা কে হতে চলেছেন।

সূত্র : freepressjournal.in

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments