Friday, September 29, 2023
spot_img
Homeবিনোদনলং ড্রাইভে শ্রীলেখা, সঙ্গে কে! 

লং ড্রাইভে শ্রীলেখা, সঙ্গে কে! 

ফুরফুরে মেজাজে চলন্ত গাড়ির মধ্যে হলুদ-সবুজ স্লিভলেস টপ, চোখে রোদচশমা পড়ে বসে রয়েছেন শ্রীলেখা মিত্র। গাড়ি চালাচ্ছেন সুদর্শন এক যুবক। চলন্ত গাড়িতে বাজছে উত্তম-সুচিত্রা জুটির সেই বিখ্যাত গান- ‘এই পথ যদি না শেষ হয়…’।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘ভাবো, ভাবতে থাকো… টাটা’।

এটা দেখে কমেন্ট বক্সে অনেকেই কৌতূহল প্রকাশ করছেন। জানতে চাইছেন, শ্রীলেখার পাশের যুবকটি কে? তার সঙ্গে অভিনেত্রীর সম্পর্কই বা কী? তবে শ্রীলেখা মুখে কুলুপ এঁটে আছেন।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেল- শ্রীলেখাকে নিয়ে রোমান্টিক লং ড্রাইভে বের হওয়া ওই যুবকের নাম ত্রাম্বক রায় চৌধুরী। তিনি পেশায় একজন মডেল। তারা একসঙ্গে একই জিম সেন্টারে শারীরিক কসরত করেন।

কিছুদিন আগে এই ছবি পোস্ট করেছিলেন শ্রীলেখা। এর আগে ত্রাম্বকের সঙ্গে জিমে তোলা একটি ছবি পোস্ট দিয়েছিলেন শ্রীলেখা। তখন বলেছিলেন- ‘আমার নতুন সঙ্গীর সঙ্গে পরিচিত হও। আরে জিম সঙ্গী, তোমরা যে কী ভাবো!’

শ্রীলেখা ২০০৩ সালে শিলাদিত্য স্যান্নালকে বিয়ে করেছিলেন। ১০ বছর সংসার করার পর ২০১৩ সালে আলাদা হয়ে যান তারা। একমাত্র কন্যা ঐশী থাকেন শ্রীলেখার কাছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments