Wednesday, March 22, 2023
spot_img
Homeখেলাধুলার‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি তাইজুলের

র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি তাইজুলের

টেস্ট ব্যর্থতায় চাপা পড়েছে দক্ষিণ আফ্রিকায় টাইগারদের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি। ডারবানের পর পোর্ট এলিজাবেথে নাকাল হয়েছে বাংলাদেশ। দল বাজেভাবে হারলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম। যার সুবাদে আইসিসির র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই বাঁ হাতি স্পিনারের।
গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মঙ্গলবার ছেলেদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন তাইজুল। ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২তম স্থানে রয়েছেন তিনি।
ডারবান টেস্টে একাদশে সুযোগ হয়নি তাইজুলের। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই সাকিব আল হাসানের পর দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেন ১৩৫ রানের বিনিময়ে।দ্বিতীয় ইনিংসে শিকার করেন আরো ৩ উইকেট। টেস্ট র‌্যাঙ্কিংয়ে তাইজুলের আগে নেই আর কোনো টাইগার বোলার। তাইজুলের পরে ৩০ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। ৫৬২ রেটিং পাওয়া সাকিবের এক ধাপ অবনমন হয়েছে। যদিও টাইগারদের টেস্ট সিরিজে ছিলেন না সাকিব।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ১৬ উইকেট নেয় কেশভ মহারাজ ৭ ধাপ এগিয়েছেন। ৬৬০ রেটিং নিয়ে ২১তম স্থানে রয়েছেন প্রোটিয়া স্পিনার।
এদিকে দ্বিতীয় টেস্টে জোড়া ডাক মেরে ব্যাটারদের তালিকায় ২৬ ধাপ পিছিয়েছেন মাহমুদুল হাসান জয়। ৩৮১ রেটিং নিয়ে ৯২তম স্থানে রয়েছেন জয়। টাইগার অধিনায়ক মুমিনুল হক ৬ ধাপ পিছিয়ে ৫১তম। ২ ধাপ পিছিয়ে তামিম ইকবাল রয়েছেন ৩৫তম স্থানে। মুশফিকুর রহীমও পিছিয়েছেন এক ধাপ। ৫৯৫ রেটিং নিয়ে মিস্টার ডিপেন্ডেবল রয়েছেন ২৯তম স্থানে। লিটন দাস পিছিয়েছেন ৩ ধাপ (২০তম)। একমাত্র নাজমুল হোসেন শান্ত র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। ১ ধাপ এগিয়ে শান্ত এখন ৮৩তম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments