কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় ৩ নাগরিককে আটক করেছে বিজিবি।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারীর দাঁতভাঙা বিওপির টহল দল শনিবার বিকেলে উপজেলার কাউনিয়ার চর এলাকায় অভিযান চালায়। বিজিবির টহল দল বাংলাদশে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে ভারতীয় ৩ নাগরিককে রৌমারী উপজেলার দাঁতভাঙা সীমান্তের মেইন পিলার ১০৫৫/৪-এস হতে ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউনিয়ারচর নামক স্থান হতে আটক করে। আটককৃত ভারতীয় নাগরিক মোঃ সেলিম হোসেন (২০), পিতা-মোঃ নুর ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম (১৯), পিতা-মোঃ আমিরুল ইসলাম, মোঃ মাহা আলম (২০), পিতা-মোঃ ছানোয়ার হোসেন, সকলেই ভারতের মাইনকারচর জেলার দক্ষিণ সালমারা থানার শিঙ্গীমারী গ্রামের বাসিন্দা।
আটককৃত ভারতীয় নাগরিকদের তল্লাশি করার পর অবৈধ কোন মালামাল পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গরু চারাকারবারি কাজের সাথে জড়িত এবং অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। আটককৃত ভারতীয় নাগরিকদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।