চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বে পিএসজির মুখোমুখি হওয়ার কথা ছিল ম্যানইউর। লিওনেল মেসির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথের খবরে উত্তেজনা বিরাজ করছিল ফুটবল ভক্তদের মনে। তবে উয়েফার টেকনিক্যাল ভুলের জেরে সম্ভব হচ্ছে না সেটি। দ্বিতীয়বারের মতো ড্র অনুষ্ঠিত হয়েছে। যার ফলে পিএসজি নয় ম্যানইউ খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। আর রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লা প্যারিসিয়ানরা।
দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ড্রয়ের ফল
পিএসজি-রিয়াল মাদ্রিদ
অ্যাটলেটিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড
সলসবুর্গ-বায়ার্ন মিউনিখ (লিল)
স্পোর্টিং লিসবন-ম্যানচেস্টার সিটি
বেনফিকা-আয়াক্স
চেলসি-লিল
ভিয়ারিয়াল-জুভেন্টাস
ইন্টার মিলান-লিভারপুল