Monday, March 20, 2023
spot_img
Homeখেলাধুলারোনালদোর ‘৭০০তম’ গোলে জয় ইউনাইটেডের

রোনালদোর ‘৭০০তম’ গোলে জয় ইউনাইটেডের

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে নিজের প্রথম গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এই গোলের সুবাদে পেশাদার ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ যুবরাজ। রোববার অ্যান্টনি ও রোনালদোর গোলে এভারটনের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জেতে ইউনাইটেড।

ক্লাব ক্যারিয়ারে ৯৪৪ ম্যাচে ৭০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। এর মধ্যে ইউনাইটেডের জার্সিতে দুই স্পেলে করেছেন ১৪৪ গোল। জুভেন্টসের জার্সিতে ১০১ এবং শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে ৫ গোল করেছিলেন রোনালদো। সবচেয়ে বেশি ৪৫০ গোল এসেছে রিয়াল মাদ্রিদের জার্সিতে।

ক্লাব পর্যায়ে তার সবচেয়ে সফল বছর কেটেছে ২০১৩ সালে। সেবার রিয়াল মাদ্রিদের হয়ে ৫০ ম্যাচে ৫৯ গোল করেন রোনালদো। আর ২০১৪-১৫ মৌসুমে ৫৪ ম্যাচেই করে ফেলেন ৬১ গোল। আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো। পর্তুগালের হয়ে ১৮৯ ম্যাচে ১১৭ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

আগের ম্যাচেই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

রোববার গুডিসন পার্কেও শুরুটা ভালো হয়নি তাদের। আলেক্স ইয়োবির গোলে পঞ্চম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক এভারটন। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি ইউনাইটেডের। ১৫তম মিনিটে মার্সিয়ালের অ্যাসিস্টে সমতাসূচক গোলটি করেন অ্যান্টনি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে টানা তিন ম্যাচে গোল করলেন।

২৯তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন মার্সিয়াল। তার বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো। ৪৪তম মিনিটে আরেক ব্রাজিলিয়ান কাসেমিরোর পাস থেকে মৌসুমে নিজের দ্বিতীয় গোলের দেখা পান পর্তুগিজ তারকা। এর আগে গত ১৫ই সেপ্টেম্বর ইউরোপা লীগে শেরিফের বিপক্ষে প্রথম গোল করেছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে এবার ১০ ম্যাচে ২ গোল ও একটি অ্যাসিস্ট করেছেন রোনালদো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments