রায়ো ভায়োকানোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সিতে মাঠে ফেরেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪৫ মিনিট খেলার পর তাকে বদলি করান কোচ এরিক টেন হাগ। এরপর ম্যাচ শেষ হওয়ার আগেই রোনালদোকে ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে দেখা যায়। সঙ্গে ছিলেন দলের আরেক ফুটবলার দিয়োগো দালত। এ নিয়ে চটেছেন টেন হাগ। তিনি বলেন, ‘রোনালদো বিরতির সময় বেরিয়ে গেছে। আরও অনেকে এই কাজ করেছে। আমি এটা মার্জনা করবো না। বিষয়টি অগ্রহণযোগ্য।’
প্রাক-মৌসুমের শুরু থেকেই রোনালদোর ম্যানইউ ছাড়ার গুঞ্জন চাউর হয়। ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্লাবের প্রস্তুতি ক্যাম্পেও যোগ দেননি এই পর্তুগিজ তারকা।
গত রোববার রায়ো ভায়োকানোর বিপক্ষে ফিরে জন্ম দেন আরেক বিতর্কের। যদিও এর আগে ম্যানইউ কর্তৃপক্ষ জানিয়েছিল, রোনালদোর বেরিয়ে যাওয়া নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। কিন্তু রোনালদোর স্বেচ্ছাচারিতা মোটেও ভালোভাবে নেননি কোচ টেন হাগ। একটি ডাচ আউটলেটকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খেলোয়াড়দের সময়ানুবর্তিতা এবং কোচের প্রতি মনোযোগী হওয়া কতটা গুরুত্বপূর্ণ, তা আমি এই কথোপকথনের শুরুতেই বলেছি। কিন্তু মনে হচ্ছে, ক্রিস্টিয়ানো তার ইচ্ছামাফিক যাওয়া-আসা করছে। এটাকে কীভাবে সামলাবেন?’
টেন হাগ মনে করেন, একজন পেশাদার ফুটবলার ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করতে পারেন না। ডাচ এই কোচ বলেন, ‘আমি কখনোই এমনটা বরদাশত করবো না। আমার কাছে এটা অগ্রহণযোগ্য। আমরা একটা দল এবং ম্যাচ শেষ হওয়া পর্যন্ত দলের সঙ্গেই থাকতে হবে।’