Wednesday, March 22, 2023
spot_img
Homeখেলাধুলারেগে ভক্তকে ক্যাপ দিয়ে আক্রমণ করলেন সাকিব

রেগে ভক্তকে ক্যাপ দিয়ে আক্রমণ করলেন সাকিব

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অবিস্মরণীয় জয় নিয়ে সবাই যখন মাতোয়ারা, ঠিক তখনই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। মাঠের বাইরের এক কাণ্ডে আবারও আলোচনায় উঠে এলেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তিনি নিজের মাথার ক্যাপ দিয়ে আঘাত করে বসেন এক ভক্তকে। 

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে বন্দরনগরী চট্টগ্রামে এক স্পনসর প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধন করতে ছুটে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সবকিছু স্বাভাবিকই ছিল। তবে আয়োজন শেষ করে যখন ফেরার জন্য গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন সাকিব, তখনই ঘটে এই অপ্রীতিকর ঘটনা।
 
মূলত সাকিবকে এক নজর দেখতে সেই আউটলেটের সামনে ভিড় করে অসংখ্য ভক্ত-সমর্থক। হুল্লোড়, হুলুস্থুল আর হুড়োহুড়ি এতোই বেশী ছিল যে একসময় তাদের ভিড়ে আটকে যান সাকিব। কোনোরকমে সেই চাপের মাঝেই যখন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন সাকিব, তখন তার মাথা থেকে একজন ক্যাপটা খুলে নেয়ার চেষ্টা করেন। বিষয়টা বুঝতে পেরে সাকিব ক্যাপটা সামলে ফেলেন, ধরে ফেলেন হাতে। ততক্ষণে ভিড় কেটে পালাতে শুরু করেছিল সেই সমর্থক, তা দেখতে পেরে সেই ক্যাপ দিয়েই কয়েকটি আঘাত করে বসেন সাকিব তাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments