Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকরুশ শহরে ইউক্রেনের মিসাইল হামলায় নিহত অন্তত ২৮ বেসামরিক

রুশ শহরে ইউক্রেনের মিসাইল হামলায় নিহত অন্তত ২৮ বেসামরিক

রাশিয়ার একটি শহরে ইউক্রেনের মিসাইল হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। শনিবার লুহানস্ক প্রশাসনিক অঞ্চলের লিসিচানস্ক শহরে ওই মিসাইল হামলা হয়। অঞ্চলটির প্রধান লিওনিদ প্যাসেচিংক গণমাধ্যমের কাছে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, শনিবার শহরের ব্যস্ততম সময়ে ওই মিসাইল হামলাটি চালানো হয়। এতে একটি ব্যাকারি ধ্বংস হয়ে গেছে। নিহতরা ওই ব্যাকারির কর্মী ছিলেন বলে জানা গেছে। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেয়া হাইমার্স মিসাইল দিয়ে ওই হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ১০ জনকে।

ইউক্রেনের হামলার পর রোববার পুরো লুহানস্কে শোক ঘোষণা করা হয়েছে। এই হামলাকে ‘বর্বর’ বলে আখ্যায়িত করেছেন লিওনিদ।

তিনি জানান, এখনও ওই ভবনের নিচে ৪০ জন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

লিসিচানস্ক শহরে প্রায় এক লাখ মানুষের বাস। ২০২২ সালের জুলাই মাসে ইউক্রেনের সাবেক এই শহরটি জয় করে রুশ সেনারা। ওই বছরের সেপ্টেম্বরে এক বিতর্কিত গণভোটের মধ্য দিয়ে রুশ ফেডারেশনে যুক্ত হয় লুহানস্ক। ওই গণভোটকে স্বীকৃতি দেয়নি ইউক্রেন ও তার মিত্ররা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments