Saturday, June 10, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAরুশ ভদকা, সি ফুড ও হীরা আমদানি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

রুশ ভদকা, সি ফুড ও হীরা আমদানি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে রাশিয়ার তৈরি ঐতিহ্যবাহী পানীয় ভদকা, সামুদ্রিক খাদ্য এবং হীরা আমদানি নিষিদ্ধ করেছেন।

ইউক্রেনে রুশ অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে বাইডেন এ ছাড়াও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যে ‘স্থায়ী স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক’ আছে তাও প্রত্যাহার করার কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যেসব রুশ ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই তালিকায় আরো নাম যোগ করা হবে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর বিবিসির। 

বাইডেনর নির্বাহী আদেশে বলা হয়, এই নির্দেশের পর রাশিয়া থেকে কোনো ধরনের সামুদ্রিক খাবার, স্পিরিট/ভদকা ও যেকোনো ধরনের হিরা যুক্তরাষ্ট্র আমদানি করবে না। 

এছাড়া বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়ার ‘মোস্ট ফেভারড নেশন’-এর মর্যাদাও কেড়ে নেওয়া হবে। বিশ্বের শিল্পোন্নত ধনী দেশগুলোর জোট জি-এর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আরও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে হোয়াইট হাউস জানিয়েছে।  

শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমরা তাদের জন্য আমাদের দেশে উৎপাদিত পণ্য কেনা আরও কঠিন করে তুলব। আমরা রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছি।
 
পরে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, উচ্চ প্রযুক্তির ঘড়ি, বিলাসবহুল যানবাহন, পোশাক, উচ্চমূল্যের অ্যালকোহল, গয়না ও অন্যান্য প্রয়োজনীয় বিলাসদ্রব্য রাশিয়ায় রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।  

এদিকে রাশিয়ার সীমান্তে ১২ হাজার মার্কিন সেনা পাঠানো হয়েছে জানিয়ে বাইডেন জোর দিয়ে বলেছেন, ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ করেছেন তাতে তিনি বিজয়ী হবেন না।

হাউস ডেমোক্র্যাটিক ককাসের সদস্যদের শুক্রবার উদ্দেশে তিনি বলেন, আমরা ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করব।  

বাইডেন জানান, রাশিয়ার সীমান্তবর্তী দেশ লাটভিয়া,এস্টোনিয়া, লিথুনিয়া ও রোমানিয়ায় ওই মার্কিন সেনাদের পাঠানো হয়েছে। 

তবে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলেও জানান বাইডেন।

এ সময় বাইডেন বলেন, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ হলে সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। যা প্রতিরোধে সবাইকে চেষ্টা করতে হবে।

তিনি বলেন, রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তাদের ‘চড়া মূল্য’ দিতে হবে।   

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments