Thursday, June 8, 2023
spot_img
Homeআন্তর্জাতিকরুশ কর্মকর্তাদের ভবন উড়িয়ে দিল ইউক্রেন

রুশ কর্মকর্তাদের ভবন উড়িয়ে দিল ইউক্রেন

ইউক্রেনের মেলিতোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেদোরোভ বৃহস্পতিবার বলেছেন, মেলিতোপোলে রুশপন্থি কর্মকর্তাদের ব্যবহার করার একটি ভবন উড়িয়ে দিয়েছে ইউক্রেনের একজন ব্যক্তি। 

তার দাবি এটি ভেতর থেকে করা হয়েছে। 

তিনি আরও দাবি করেছেন, এই ভবনে বসে মেলিতোপোলকে বিচ্ছিন্ন করতে গণভোটের আয়োজন করার ‘সিদ্ধান্ত’ নেওয়া হচ্ছিল। তাছাড়া এই ভবন থেকে মেলিতোপোলের বাসিন্দাদের রুশ পাসপোর্ট ইস্যু করা হচ্ছিল। 

ইভান ফেদোরোভ এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার ব্যাপারে মেয়র ইভান ফেদোরোভ টেলিগ্রাম পোস্টে বলেছেন, আজ রাতে, প্রায়াজোভস্কি গ্রামে দখলদারদের হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়া হয়েছে। এটি সেই জায়গা যেখানে রাশিয়ানরা ভোটের প্রস্তুতি এবং পাসপোর্ট ইস্যু করছিল। 

মেয়র ফেদেরোভ আরও দাবি করেছেন, মেলিতোপোলের খুব কম সংখ্যক মানুষই রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করেছে। তবে কতজন নিয়েছে তা তিনি স্পষ্ট করে বলতে পারেনি। 

এদিকে মেলিতোপোলের মেয়রের এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

সূত্র: দ্য গার্ডিয়ান

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments