Friday, June 9, 2023
spot_img
Homeআন্তর্জাতিকরুশদের মধ্যে সাড়া ফেলেছে শোয়ার্জেনিগারের ভিডিও বার্তা

রুশদের মধ্যে সাড়া ফেলেছে শোয়ার্জেনিগারের ভিডিও বার্তা

রাশিয়ার জনগণের উদ্দেশে বার্তা দিলেন জনপ্রিয় হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জেনিগার। তাঁর একটি ভিডিও বার্তা শুক্রবার রাশিয়ার টুইটারে বেশ সাড়া ফেলে। এতে শোয়ার্জেনিগার রুশদের সতর্ক করে দিয়ে বলেন, তাঁদের ইউক্রেনে আক্রমণ সম্পর্কে ভুল তথ্য দেওয়া হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি সম্বোধন করে শোয়ার্জেনিগার ভিডিওতে বলেন, ‘আপনি এই যুদ্ধ শুরু করেছেন, এবং আপনিই তা বন্ধ করতে পারেন।’

ইউক্রেনে যুদ্ধের বিরোধিতাকারী রুশরা এ জনপ্রিয় মার্কিন অভিনেতা ও রাজনীতিকের হস্তক্ষেপের প্রশংসা করে।

টেলিগ্রাম অ্যাপে বিরোধী রাজনীতিবিদ লেভ শলসবার্গ লেখেন, ‘আর্নল্ড শোয়ার্জেনিগার যে কারো সঙ্গে অনুপ্রেরণা, সম্মান এবং সমতার ভিত্তিতে কথা বলার অনন্য ক্ষমতা রাখেন। বুদ্ধি, ক্ষমতা এবং ন্যায়বিচার। একটু শুনুন। একটু ভাবুন। বুঝুন। ‘

এ ছাড়াও টেলিগ্রামে উদারপন্থী সাংবাদিক আন্তন ওরেখ বলেন, মার্কিন অভিনেতার বার্তায় ‘ভুয়া রাশিয়া বিরোধিতা’ নেই।  
কিন্তু টুইটারে ক্রেমলিন-পন্থী ভুয়া অ্যাকাউন্ট ‘বারাক ওবানা’ উপহাস করে বলেছে, ‘টাকা খাওয়া মার্কিন বক্তাদের মতামতে রুশদের কিছু আসে যায় না। ‘

অস্ট্রিয়ান বংশোদ্ভূত আর্নল্ড শোয়ার্জেনিগার শরীর গঠনে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। তাঁর চলচ্চিত্র ‘রেড হিট’ মস্কোর রেড স্কোয়ারে শ্যুটিং হওয়া প্রথম মার্কিন চলচ্চিত্র।
সূত্র : বিবিসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments