‘ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদোর সময় শেষ হয়ে গেছে’- সম্প্রতি স্কাই স্পোর্টসের মানডে নাইট শোতে এমন মন্তব্য করেন ওয়েন রুনি। সাবেক সতীর্থের বাঁকা কথার জবাব দিতে ছাড়েননি রোনালদোও। ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে রোনালদো বুঝিয়ে দিয়েছেন, রুনি তার প্রতি ঈর্ষান্বিত।
চলতি মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে খুব একটা খারাপ খেলছেন না রোনালদো। সব প্রতিযোগিতায় ১৮ গোল করেছেন ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা। ম্যানইউকে চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বে নিয়ে যেতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রোনালদো। এরপরও কিনা রুনি বলছেন, রোনালদোকে ফিরিয়ে খুব লাভ হয়নি ম্যানইউর।
স্কাই স্পোর্টসের শোতে রুনি বলেন, ‘এ মুহূর্তে আপনাকে ‘না’ বলতেই হবে। সে গোল করছে, চ্যাম্পিয়নস লীগের শুরুতে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছে।টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করেছে। কিন্তু ক্লাবের ভবিষ্যতের দিকে তাকালে আগামী দুই বা তিন বছরে তরুণ, ক্ষুধার্ত খেলোয়াড়দের নিয়ে এগোলেই ইউনাইটেডের জন্য সবচেয়ে ভালো হবে। ধীরে ধীরে ক্রিস্টিয়ানোর মধ্যে জড়তা দেখা যাচ্ছে। সে এখন আর বিশ বছরের না, আর এটাই হবে, এটাই ফুটবল। সে এখনো গোলের সামনে হুমকি। তবে খেলার বাকি অংশে ম্যানইউর আরো বেশি কিছু দরকার। ওদের আরো তরুণ এবং ক্ষুধার্ত খেলোয়াড় দরকার।’
বয়সে রোনালদোর এক বছরের ছোট রুনি। রোনালদো ক্লাব ও জাতীয় দলের হয়ে এখনও মাঠ মাতিয়ে যাচ্ছেন। কিন্তু রুনির পেশাদার ক্যারিয়ার শেষ হয়ে গেছে ২০২০ সালে। সে বছর থেকেই ডার্বি কাউন্টির কোচের দায়িত্বে আছেন এই ইংলিশ স্ট্রাইকার।