Wednesday, October 4, 2023
spot_img
Homeবিনোদনরুনা লায়লার গানে শুরু ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন

রুনা লায়লার গানে শুরু ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন

এক বছরের ব্যবধানে ফিরছে ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন। আসছে ভালোবাসা দিবসে যাত্রা শুরু হবে ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন। নতুন এই সিজনের শুরুটা হতে যাচ্ছে বরেণ্য সঙ্গীতশিল্পী রুনা লায়লার গান দিয়ে।

জানা গেছে, শুধু রুনা লায়লা-ই নয় চলতি বছরের সিজনে থাকছে পান্থ কানাই, ইমন চৌধুরী, মেঘদলসহ আরও বেশ কিছু শিল্পীর নতুন গান। এছাড়াও একটি আয়োজনে থাকছেন রকস্টার জেমস। বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে। তবে এ ব্যাপারে ‘কোক স্টুডিও বাংলা’র সঙ্গে যুক্ত কেউ মুখ খোলেননি।

‘কোক স্টুডিও বাংলা’র প্রথম সিজনে ছিলো ১০টি গান। প্রায় সবগুলোই পেয়েছিলো শ্রোতাপ্রিয়তা। দ্বিতীয় সিজনের ঘোষণার পর থেকেই শ্রোতাদের মনে কৌতূহল, কারা থাকছেন এবারের আসরে।

‘কোক স্টুডিও বাংলা’র এই সিজনেও সঙ্গীত প্রযোজক হিসেবে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। তবে বিভিন্ন গানে আলাদা মিউজিক কম্পোজার থাকবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments