Thursday, June 1, 2023
spot_img
Homeজাতীয়রিজভীসহ কারাবন্দি ৩৬ নেতার বাসায় ইফতারসামগ্রী পাঠাল বিএনপি 

রিজভীসহ কারাবন্দি ৩৬ নেতার বাসায় ইফতারসামগ্রী পাঠাল বিএনপি 

কারাবন্দি ৩৬ নেতার বাসায় প্রথম রমজানে ইফতারসামগ্রী পাঠাল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার এসব নেতাদের বাসায় ইফতার পৌঁছে দেওয়া হয়।  

এতে নানা রকমের ফলসহ ইফতারের বিভিন্ন আইটেম ছিল। কারাবন্দি নেতাদের মধ্যে আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব , সাবেক ছাত্রনেতা মিয়া নূর উদ্দীন অপু, যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি  সাইফুল আলম নীরব, সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর, আলী আকবর চুন্নু, যুবদলের বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সহ সভাপতি ইউসুফ বিন জলিল, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিশনার হারুন-অর-রশিদ হারুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, মহানগর বিএনপি নেতা মকবুল হোসেন টিপু,  আরিফুর রহমান আরিফ, আব্দুল কাদের, লোকমান হোসেন ফকির, ইসমাঈল হোসেন, আবুল বাশার, হুমায়ুন কবির হোসেন, ফরহাদ রানা, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন,  স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, ছাত্রদলের সহ-সভাপতি কে এম সাখাওয়াত হোসাইন, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, ঢাকা মহানগর ছাত্রদলের শেখ খালিদ হাসান জ্যাকিসহ ৩৬ নেতা। 

এসব নেতারা অনেক দিন ধরে কারাগারে রয়েছেন। তাদের বাসায় ভ্যানে করে ইফতার সামগ্রী পৌঁছানো হয়।

বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু যুগান্তরকে জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারাবন্দি সিনিয়র নেতাদের বাসায় তাদের পরিবারের জন্য ইফতারসামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments