Sunday, October 1, 2023
spot_img
Homeজাতীয়রিজভীর মুক্তিতে বাধা নেই

রিজভীর মুক্তিতে বাধা নেই

কারাগারে থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মানহানির মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের ম্যাজিস্ট্রেট রুবেল শেখ তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে রুহুল কবির রিজভী এখন পর্যন্ত ৫০টি মামলায় জামিন পেয়েছেন বলে জানান তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি মানবজমিনকে বলেন, গত বছরের ৭ই ডিসেম্বর পল্টন থানার মামলায় গ্রেপ্তার হওয়ার পর সুপ্রিম কোর্ট, ঢাকার মহানগর দায়রা জজ আদালত, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং কুমিল্লার আদালত থেকে এসব মামলায় জামিন পান রুহুল কবির রিজভী। সর্বশেষ মানহানির মামলায় গতকাল গোপালগঞ্জের আদালত থেকে জামিন পেলেন তিনি। তার বিরুদ্ধে দায়ের হওয়া বেশির ভাগ মামলায় নাশকতার অভিযোগে মামলা করা হয়। ইতিমধ্যে আদালত গতকালই জামিননামার কপি কারাগার কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। কারা কর্তৃপক্ষ চাইলে ওই কপির মাধ্যমে তাকে মুক্তি দিতে পারেন। আবার হার্ড কপির জন্য অপেক্ষাও করতে পারেন। তবে আজ তিনি কারাগার থেকে বের হতে পারেন।
তিনি জানান, গত ৭ই ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।

এতে সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে। পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। পল্টন ও মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপির নেতা রুহুল কবির রিজভীকে আদালতে প্রেরণ করে। আদালত তার জামিন না দিয়ে  কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments