Sunday, October 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিরাশিয়ায় সেবা স্থগিত করল পেপ্যাল, মাস্টারকার্ড ও ভিসা

রাশিয়ায় সেবা স্থগিত করল পেপ্যাল, মাস্টারকার্ড ও ভিসা

ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদ হিসেবে রাশিয়ায় নিজেদের কার্যক্রম স্থগিত করেছে অনলাইনে অর্থ লেনদেনের জনপ্রিয় তিন প্ল্যাটফর্ম—ভিসা, মাস্টারকার্ড ও পেপ্যাল। প্রতিষ্ঠান তিনটির কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

পেপ্যালের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী ড্যান শুলম্যান বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে রাশিয়ায় পেপ্যাল সেবা স্থগিত করা হলো। ’ তবে গ্রাহকরা যাতে হঠাৎ করে ঝামেলায় না পড়েন সে জন্য সীমিত সময়ের মধ্যে দেশটির গ্রাহকদের অর্থ তোলার সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটি।

মাস্টারকার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নিজ সরকারের (যুক্তরাষ্ট্র) অবরোধের সিদ্বান্তের সঙ্গে এক মত তারা। ফলে তাদের ইস্যুকৃত কোনো কার্ড ব্যবহার করতে পারবেন না রুশ নাগরিকরা।

এদিকে ভিসার প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান আল কেলি বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনায় ভিসা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ’

তবে রাশিয়া এসবকে গুরুত্ব দিতে নারাজ। তারা বলছে, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার ব্যাংক থেকে পাওয়া এসব কার্ড চালানো যাবে। রুশ সরকারের দাবি, রাশিয়ায় যাবতীয় লেনদেন জাতীয় প্রযুক্তির মাধ্যমে হয়, বিদেশি প্রযুক্তির মাধ্যমে নয়। তবে বিদেশে গেলে সঙ্গে বিকল্প উপায় রাখতে হবে বলে দেশের নাগরিকদের জানানো হয়েছে।

উল্লেখ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফটের লেনদেনও বন্ধ হয়ে গেছে।        সূত্র: ডেইলি মেইল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments