সরকারি নির্দেশনা অমান্য করে কনটেন্ট না সরানোয় গুগল ও টেলিগ্রামকে জরিমানা করেছে রাশিয়া সরকার। এর মধ্যে গুগলকে ২০ লাখ রুবল বা ২৮ হাজার ডলার, আর টেলিগ্রামকে ৪০ লাখ রুবল জরিমানা দিতে হবে বলে রাশিয়ার আদালত জানিয়েছেন। এর আগে গুগলকে তিন কোটি ২০ লাখ রুবল জরিমানা করেছিল সরকার। রাশিয়ার সরকারি কর্মকর্তারা গুগল, টেলিগ্রামকে বারবার করে কিছু লিংক ও পোস্ট ডিলিট করতে বলেছিল। বিশেষ করে যেগুলো পর্নোগ্রাফি, আত্মহত্যা, মাদক ব্যবহার এবং রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিসংক্রান্ত পোস্ট। সরকারের যুক্তি, গুগল ও টেলিগ্রামকে নির্দেশ দেওয়া হয়েছিল, তারা যেন বেআইনি কনটেন্ট সরিয়ে দেয়। তারা নির্দেশ মানেনি। অন্য দুটি মামলার ক্ষেত্রে গুগল সময় চেয়েছে। আদালত তাদের ২৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে। ফেসবুক, টিকটক, টুইটারকেও টার্গেট করেছে রাশিয়ার রেগুলেটর। টুইটারকে জরিমানা করার পরেও তাদের নিষিদ্ধ ঘোষণা করা বা অন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ, তারা বেআইনি কনটেন্ট দিচ্ছে। সূত্র : রয়টার্স