রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনের দক্ষিণের শহর মিকোলায়েভে ইউক্রেনের অন্যতম ধনী ব্যবসায়ী ওলেকসি ভাদাতুরস্কি (৭৪) ও তার স্ত্রী রাইসা নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, শনিবার দিবাগত রাতভর ওই শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। একটি ক্ষেপণাস্ত্র তাদের বাড়ির ওপর আঘাত করার ফলে তারা মারা যান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ওলেকসি ভাদাতুরস্কি হলেন নিভুলোন নামে একটি কোম্পানির মালিক। তার এই কোম্পানি শস্য রপ্তানি করে থাকে। এই ব্যবসা করে তিনি ‘হিরো অব ইউক্রেন’ পুরস্কার পেয়েছেন। মিকোলায়েভ শহরের মেয়র ওলেকসান্দর সেনকেভিচ বলেন, এখন পর্যন্ত এটা হলো ইউক্রেনের এই শহরে সবচেয়ে ভয়াবহ বোমা হামলা। হামলায় একটি হোটেল, একটি স্পোর্টস কমপ্লেক্স, দুটি স্কুল, একটি সার্ভিস স্টেশন ও আবাসিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।