তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল এ সপ্তাহে রাশিয়া যাচ্ছে। সেখানে তারা রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তরের দেওয়া তথ্যের বরাতে এমন খবর জানিয়েছে গণমাধ্যম হেবারতুর্ক।
গণমাধ্যমটি জানিয়েছে, রাশিয়া-তুরস্কের প্রতিনিধিরা কৃষ্ণ সাগরে নিরাপদ করিডোর তৈরি নিয়ে আলোচনা করবেন।
যে করিডোর তৈরির মাধ্যমে আটকে থাকা ইউক্রেনের শস্য নিয়ে আসার চেষ্টা করা হবে।
হেবারতুর্ক আরও জানিয়েছে, ইউক্রেন, তুরস্ক, রাশিয়া এবং জাতিসংঘের প্রতিনিধিদের মধ্যে ১০ দিনের মধ্যে ইস্তানবুলে একটি আলোচনা হতে পারে।
এ বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান যোগ দিতে পারেন।
হেবারতুর্ক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেনের ওডেসা বন্দর দিয়ে তিনটি করিডোর তৈরি করা হবে। আর এ করিডোরগুলো দিয়ে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশেরই খাদ্য পণ্য পরিবহণ করা হবে।
সূত্রটি আরও জানিয়েছে, আগামী ৬-৮ মাসে এ করিডোরগুলো দিয়ে ৩০-৩৫ মিলিয়ন টন খাদ্য পণ্য আমদানি-রপ্তানি করা যাবে।
সূত্র: আল জাজিরা