Monday, March 20, 2023
spot_img
Homeআন্তর্জাতিকরাশিয়া থেকে এবার ডেনমার্কের ৭ কূটনীতিক বহিষ্কার

রাশিয়া থেকে এবার ডেনমার্কের ৭ কূটনীতিক বহিষ্কার

রাশিয়া এবার ডেনমার্কের সাত কূটনীতিককে বহিষ্কার করেছে। গত মাসে ডেনমার্ক রাশিয়ার ১৫ কূটনীতিক বহিষ্কারের যে পদক্ষেপ নিয়েছিল, তার পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো এ বহিষ্কারাদেশ দিয়েছে।

বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ডেনমার্কের রাষ্ট্রদূত কারস্টেন সন্দরগার্দকে তলব করে মস্কোর প্রতিবাদের কথা জানিয়েছে।

এপ্রিলে ডেনিশ সরকার রাশিয়ার ১৫ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে তাদেরকে দেশটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। ডেনমার্ক ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যে সহযোগিতা করছে, তার বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে মস্কো।

রাশিয়া বলেছে, স্ক্যান্ডিনেভিয়ান দেশটি অন্ধভাবে রাশিয়াবিরোধী যে নীতি অনুসরণ করছে, তাতে মস্কো ও কোপেনহেগেনের মধ্যকার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বিবৃতিতে বলা হয়েছে, এপ্রিল মাসের প্রথম দিকে ডেনমার্ক রাশিয়ার যেসব কূটনীতিক বহিষ্কার করেছিল, তার জবাব হিসেবে রাশিয়া এখন ডেনমার্কের সাতজন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে। দুই সপ্তাহের মধ্যে এসব কূটনীতিককে রাশিয়া থেকে দেশে ফিরে যেতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments