Sunday, June 4, 2023
spot_img
Homeআন্তর্জাতিকরাশিয়ান মায়েদের প্রতি যে আহ্বান জানালেন জেলেনস্কি

রাশিয়ান মায়েদের প্রতি যে আহ্বান জানালেন জেলেনস্কি

রাশিয়ার মায়েদের প্রতি তাদের সন্তানদেরকে যুদ্ধে না পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার মধ্যরাতে কিয়েভ থেকে এক ফেসবুকে পোস্টে জেলেনস্কি ভবিষ্যদ্বাণী করে বলেন, রুশ আক্রমণকারীদের কর্মকাণ্ড ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের হামলার মতোই হবে।

তিনি আবারও ইউক্রেনীয়দেরকে রুশ সেনাদের প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি কোনো সন্তানকে যুদ্ধে না পাঠানোর জন্য রুশ সেনাদের মায়েদের কাছেও আবেদন করেন।

জেলেনস্কি বলেন, আপনার সন্তানদের বিদেশে যুদ্ধে পাঠাবেন না। আপনার ছেলে কোথায় আছে তা পরীক্ষা করে দেখুন।  যদি আপনার সামান্যতম সন্দেহ হয় যে আপনার ছেলেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হতে পারে, অবিলম্বে ব্যবস্থা নেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া বুধবার প্রথমবারের মতো ইউক্রেনে রুশ বাহিনীর পদে নিয়োগপ্রাপ্তদের উপস্থিতি স্বীকার করেছে, যাদের মধ্যে অনেকেই যুদ্ধের জন্য অপ্রশিক্ষিত ছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে বন্দি করা হয়েছে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের ১৭তম দিন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments