Saturday, April 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিরাবিতে বসছে একাধিক মোবাইল টাওয়ার, নিরসন হবে নেটওয়ার্ক সমস্যা

রাবিতে বসছে একাধিক মোবাইল টাওয়ার, নিরসন হবে নেটওয়ার্ক সমস্যা

দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)  ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা মোবাইল নেটওয়ার্ক নিয়ে বিড়ম্বনার শিকার হয়ে আসছেন। তবে নেটওয়ার্কের এই সমস্যা নিরসনে দেশের প্রধান পাঁচটি মোবাইল অপারেটর কম্পানির টাওয়ার স্থাপন করা হবে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। এরই মধ্যে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কম্পানিগুলো। শনিবার (০৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় স্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. জাহেদ আলি এ তথ্য নিশ্চিত করেন।

সহকারী রেজিস্ট্রার মো. জাহেদ আলি বলেন, ক্যাম্পাসের একাধিক পয়েন্টে বিভিন্ন মোবাইল কম্পানির পাঁচটি নেটওয়ার্ক টাওয়ার বসানো হবে। যেখানে রবি, এয়ারটেল, টেলিটক, গ্রামীণ ও বাংলালিংকের চারটি করে টাওয়ার বসানো হবে। তবে গ্রাহকের চাহিদা বেশি থাকায় গ্রামীণফোন অপারেটরের দুটি অতিরিক্ত টাওয়ার বসানোর হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় মাদার বখস ও শহীদ জিয়াউর রহমান হলের মাঝখানে এবং রবীন্দ্রনাথ একাডেমিক ভবনের পাশে টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে। আর বাকি তিনটি টাওয়ার বসানো হবে বেগম রোকেয়া হলের পেছনে। বিশ্ববিদ্যালয় মেডিক্যালের পাশে আর একটি বসানো হবে শেখ রাসেল স্কুল সংলগ্ন মাঠে বলে জানান এই কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ে রবি, টেলিটক, বাংলালিংক ও গ্রামীণফোনের চারটি টাওয়ার ছিল। ২০২০ সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ছাদ থেকে ফোন অপারেটর কম্পানিগুলো টাওয়ার খুলে নিয়ে যায়। তখন ভবনটির নির্মাণকাজ চলছিল। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে বর্তমান পর্যন্ত ক্যাম্পাসে কোনো টাওয়ার নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments