Friday, April 19, 2024
spot_img
Homeখেলাধুলারানের পাহাড় ডিঙিয়ে পাকিস্তানের রেকর্ড জয়

রানের পাহাড় ডিঙিয়ে পাকিস্তানের রেকর্ড জয়

রানের পাহাড় ডিঙিয়ে রেকর্ড জয় পেল পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এই প্রথম ২০৮ রানের বিশাল টার্গেট তাড়া করে জয় পেল বাবর আজমরা। 

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৪ রান তাড়া করে ৯ উইকেটের জয় পায় পাকিস্তান। এতদিন সেটাই ছিল পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। 

বৃহস্পতিবার করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৮ রানের পাহাড় ডিঙাতে নেমে ৭ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পায় পাকিস্তান।  

সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের বিচারে এটা যৌথভাবে ষষ্ঠ জয়। এর আগে এই উইন্ডিজের বিপক্ষেই ২০৮ রানের টার্গেট তাড়া করে জয় পেয়েছে ভারত। 

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২৪৪ রান তাড়া করে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া। 

বৃহস্পতিবারের এই জয়ে আরও একটি রেকর্ড গড়ল পাকিস্তান। এক বছরে রেকর্ড সর্বোচ্চ ২০টি টি-টোয়েন্টিতে জয় পেল বাবর আজমরা। এর আগে ২০১৮ সালে রেকর্ড ১৭টিতে জয় পেয়েছিল তারা। এই সিরিজের আগে  সেটাই ছিল বিশ্বরেকর্ড। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন বাবর আজমরা।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২০৭/৩ রান (নিকোলাস পুরান ৬৪, সামারা ব্রুকস ৪৯, ব্রান্ডন কিং ৪৩, ড্যারেন ব্রাভো ৩৪*)।

পাকিস্তান: ১৮.৫ ওভারে ২০৮/৩ রান (মোহাম্মদ রিজওয়ান ৮৭, বাবর আজম ৭৯, আসিফ আলী ৩৪*)।

ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments