Sunday, October 1, 2023
spot_img
Homeবিনোদনরাতে ঘুম হচ্ছে না মাহির

রাতে ঘুম হচ্ছে না মাহির

বাংলাদেশের উত্তর-পূর্বে সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। সিলেটের ভয়াবহ বন্যায় মন ভালো নেই ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা মাহিয়া মাহি। বানভাসি মানুষের পাশাপাশি সেখানকার পশু-প্রাণীগুলোর চিন্তায় রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না এ নায়িকার।

মাহিয়া মাহি তার ফেসবুক লাইভে বলেন,’মানুষ তো কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করবে। কিন্তু প্রাণীগুলো কীভাবে নিজেদের রক্ষা করবে- এই নিয়ে টেনশনে আমার রাতে ঠিকমতো ঘুম হয় না। আমার যদি সামর্থ্য থাকত, উপায় থাকত তাহলে কুকুর থেকে শুরু করে যত গরু, ছাগল আছে সবগুলো আমি নিয়ে আসতাম। তাদের একটা নিরাপদ জায়গায় রাখতে পারলে আমার শান্তি লাগত। কারণ, পশু-প্রাণীর প্রতি আমার প্রচণ্ড মায়া।’

সিলেটের বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মাহি ও তার স্বামী রাকিব সরকার। ইতোমধ্যে তারা একটি টিমও গঠন করেছেন। রোববার (১৯ জুন) রাত আটটার পর ফেসবুক লাইভে এসে বিষয়টি জানান নায়িকা।

মাহি জানান, ‘সিলেটে বন্যার যে পরিমাণ ভয়াবহ অবস্থা, আমাদের সবারই যার যার জায়গা থেকে কিছু করা উচিত। আমরা সবাই সিলেট খুব পছন্দ করি। জীবনে অনেকবার অনেকেই সিলেটে ঘুরতে গেছেন। সিলেটের সৌন্দর্য উপভোগ করতে গেছেন। সিলেটের এই দুর্দিনে সবারই এগিয়ে আসা উচিত।’ অন্যদিকে রাকিব বলেন, ‘সিলেটের বন্যাকবলিত মানুষের যে দুর্ভোগ, এ সময় যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সিলেটের কোন এরিয়াতে মানুষ বেশি অবহেলিত, এই মুহূর্তে কাদের পাশে দাঁড়ানো উচিত এবং কী ধরনের সহযোগিতা নিয়ে আমরা বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি- এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments