Friday, March 24, 2023
spot_img
Homeবিনোদনরাজনীতির শিকার দীঘি

রাজনীতির শিকার দীঘি

ঢালিউডের চলতি প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শেষ তিন বছর ধরে নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী। ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এসব প্রকাশ করেন। তিনি জানান, তাকে সিনেমায় কাস্ট করার পরও বাদ দিয়ে অন্যকে নেয়া হয়েছে। তিনি লিখেছেন, আমাকে ছবিতে কাস্টের পরও অন্যজনকে দিয়ে সিনেমা করানো হয় আর সেই খবরও আমাকে শুনতে হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যা আশা দেয় আরেকজনকে, যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়। তিনি আরও লিখেন, নতুনদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই তবে আমি ভুয়া মানুষের ওপর বিরক্ত। যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে। বর্তমান ইন্ডাস্ট্রির লোকদের নিষ্ঠুর উল্লেখ করে দীঘি বলেন, আমার কোনো অনুসূচনা নেই, কেন না আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে।

যারা সত্যি আমাকে ভালোবাসে তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং সিম্পলি আমি আল্লাহর ওপর আস্থা রাখি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments