Saturday, December 9, 2023
spot_img
Homeজাতীয়রাজধানীর মৌচাকে জামায়াত-পুলিশ সংঘর্ষ

রাজধানীর মৌচাকে জামায়াত-পুলিশ সংঘর্ষ

গণমিছিল কর্মসূচিকে ঘিরে রাজধানীর মৌচাকে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ জুমা নামাজের পর মৌচাক মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজের পর মালিবাগ রেলগেট থেকে গণমিছিল নিয়ে বের করেন জামায়াত নেতাকর্মীরা। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এবিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, জামায়াতকে গণমিছিলে বের হওয়ার অনুমতি দেয়া হয়নি। রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments