Thursday, June 8, 2023
spot_img
Homeবিনোদনরাখির নামের সঙ্গে যুক্ত হলো ‘ফাতিমা’

রাখির নামের সঙ্গে যুক্ত হলো ‘ফাতিমা’

সোশ্যাল মিডিয়ার হাত ধরে গতকাল হঠাৎ করেই ভাইরাল হয় রাখি সাওয়ান্ত ও আদিল খানের বিয়ের ছবি। এই বিয়ে নিয়ে রাখি এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ অবশ্য খোলেননি। তবে বিয়ের সার্টিফিকেটই স্পষ্ট করল একথা। তবে শুধু বিয়ে নয়। এবার খবরে এসেছে বিয়ের পরই রাখি নাম বদলেছেন। তার নামের সঙ্গে যুক্ত হল ফাতিমা। অর্থাৎ রাখির পুরো নাম রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখি যে নিকাহ পর এই নাম বদলে ফেলেছেন তার প্রমাণ রয়েছে বিয়ের সার্টিফিকেটেই। ক্যানসারে আক্রান্ত হয়ে তার মা হাসপাতালে। মাকে নিয়ে দুশ্চিন্তায় রাত কাটছে না রাখি সাওয়ান্তের।

সে কথা লাইভে এসে স্পষ্ট জানিয়েছেন তিনি। আর এবার সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল হল রাখি সাওয়ান্ত ও প্রেমিক আদিল খান দুরানির বিয়ের ছবি! গুঞ্জন বলছে, গোপনে আদিলের সঙ্গে রাখি বিয়ে করে ফেলেছেন। ছবিতে দেখা গিয়েছে, গলায় মালা পরে, হাতে বিয়ের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছেন রাখি ও আদিল। তবে আপাতত, এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি রাখি ও আদিল কেউ-ই। বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত খোদ নিজেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছিলেন প্রেমিকের নাম আদিল খান ডুরানি। তবে শুধু প্রেমিকের নামই নয়, প্রেমিককে পাশে নিয়ে ভিডিও এবং ছবিও আপলোড করলেন রাখি। আর সেখানেই তিনি জানিয়ে ছিলেন এই নতুন প্রেমের কথা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments