Thursday, November 30, 2023
spot_img
Homeআন্তর্জাতিকরাওয়াতের মৃত্যু নিয়ে ট্রল, ভারতীয় পরিচালকের ধর্মত্যাগের ঘোষণা

রাওয়াতের মৃত্যু নিয়ে ট্রল, ভারতীয় পরিচালকের ধর্মত্যাগের ঘোষণা

ভারতের প্রতিরক্ষাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করার প্রতিবাদে ইসলাম ধর্ম ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশটির জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক আলি আকবর।  

শুক্রবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে সস্ত্রীক ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করার ঘোষণা দেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
 
খবরে বলা হয়, বিপিন রাওয়াতের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেন আলি আকবর। তার অভিযোগ, এ পোস্টে অনেক মানুষ ‘হা হা’ রিয়েক্ট দেন। এতেই ক্ষুব্ধ হন জাতীয় পুরস্কার জয়ী এ পরিচালক। 

তিনি জানান, যারা এমন সংবেদনশীল বিষয়ে মজা পান তারা ‘দেশদ্রোহী’। 

এক ভিডিওতে আলি আকবর বলেন, ‘জন্ম থেকে আমি যে পরিচয় পেয়েছিলাম আমি তা ত্যাগ করছি। এখন থেকে আমি আর মুসলিম নই। আমি প্রথমে একজন ভারতীয়। যারা ভারতের ক্ষতিতে মজা পায়, তাদের জন্য এটা আমার উত্তর।’

বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক জেনারেল রাওয়াতসহ ১৩ জন নিহত হন। বৃহস্পতিবারই তামিলনাড়ু থেকে জেনারেল রাওয়াত ও তার স্ত্রীর মৃতদেহ দিল্লিতে পৌঁছায়। 

স্থানীয় সময় শুক্রবার বিকেলে ১৭ তোপধ্বনির মধ্যে দিয়ে পূর্ণ সামরিক মর্যাদায় তাদের শেষ শ্রদ্ধা জানান হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments