আসন্ন রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি ফুড ব্যাংক স্থানীয় মুসলিম নেতাদের সহায়তায় অভাবী পরিবারগুলোর মধ্যে ছয় হাজার প্যাকেট খাবার বিতরণ করেছে। ‘ফিলাবুনডান্স’ নামের ফুড ব্যাংকটি দ্বিতীয় বছরের মতো আসন্ন রমজানে প্রতিদিন দুই শ পরিবারকে খাদ্য সরবরাহ করবে। পেনসিলভানিয়া রাজ্যের সিনেটর শারিফ স্ট্রিক বলেন, ‘রমজান মাসে আমরা শুধু দিনের আলোয় খাবার গ্রহণ থেকে বিরত থাকতে উৎসাহিত হই না, বরং অন্যদের খাওয়াতেও উৎসাহিত হই যখন তাদের প্রয়োজন দেখা দেয়। সাধারণত যাকে রোজা ভাঙা বা ইফতার বলে তাতে যেকোনো ব্যক্তিকে স্বাগতম।
’ রমজান উপলক্ষে আয়োজিত ‘ড্রাইভিং হ্যাংগার আওয়ে ২০২২’-এর প্রচার অভিযান উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফিলাডেলফিয়া সিটি কমিশনার ওমর সাবির দুঃখ প্রকাশ করে বলেন, প্রায় দুই লাখ ফিলাডেলফিয়ান খাদ্য নিরাপত্তাহীনতায় আছে। তিনি আরো বলেন, ‘তারা অবশ্যই দরিদ্র নয়, তবে তারা দারিদ্র্যসীমার ঠিক ওপরে অবস্থান করে। ফলে তারা প্রতি রাতে খায় না, তারা তেমন খাবারও খেতে পারে না আপনারা যেমনটা প্রত্যাশা করেন। ’ ফিলাবুনডান্সের প্রধান লরি জন্স বলেন, ‘আমরা পুষ্টিকর খাদ্য সরবরাহের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি। ফুড ব্যাংকের ব্যাপারে মানুষ সাধারণত পুষ্টিকর খাবারের চিন্তা করে না, কিন্তু আমরা এর গুরুত্ব তুলে ধরছি। ’
সূত্র : অ্যাবাউট ইসলাম