Friday, September 29, 2023
spot_img
Homeধর্মরমজানে খাদ্য বিতরণ করবে কানাডার মুসলমানরা

রমজানে খাদ্য বিতরণ করবে কানাডার মুসলমানরা

রমজানে সারা দেশে খাদ্য বিতরণ করবে কানাডার মুসলিমরা। ‘গিব থার্টি’সহ স্থানীয় কিছু ফুড ব্যাংক ও সামাজিক গ্রুপ তাদের সহযোগিতা করছে। কোয়ালিশন অব মুসলিম উইমেন অব কেডাব্লিউর নেত্রী উজমা ভুট্টো বলেন, ‘আমরা রমজানে কাজ করছি। কেননা এটা আত্মত্যাগ, দয়া, উদারতা ও দানের মাস।

এই বছর ‘গিব থার্টি’ প্রচারণার মাধ্যমে সংগৃহীত খাবার ওয়াটার লু ও ক্যামব্রিজ অঞ্চলের ফুড ব্যাংকে যাবে। গিব থার্কি নিজেদের সম্পর্কে লিখেছে, গিব থার্টি সবার জন্য। ধর্মীয় পরিচয়ের দিকে না তাকিয়ে সবাইকে সহযোগিতা করে তা। তবে রমজানে কয়েকটি সংগঠনের সহযাত্রী হয়েছে যেন তা সব সম্প্রদায়ের মধ্যে থাকা দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে পারে। এর সঙ্গে জড়িয়ে আছে প্রতিবেশীর প্রতি সযত্ন হওয়া বা তাদের সঙ্গে বৈষম্য বৃদ্ধির প্রশ্ন।

সূত্র : অ্যাবাউট ইসলাম

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments