রংধনু সোসাইটি ইউএসএর সাধারণ সম্পাদক মতিন সরকারকে বিদায় জানালো পার্কচেস্টারবাসী গত সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলের আউটসাইড এরিয়ার তার বন্ধুরা এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
বিশিস্ট সমাজ কর্মী মোজাফফর হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন এ ইসলাম মামুন। সংগঠনের সভাপতি তুষার বলেন, মতিন সরকার ছিলেন সংগঠনের প্রাণ।কিন্তু জীবিকার তাগিদে তিনি আজ আমাদের ছেড়ে টেনেসিতে স্হিতু হচ্ছেন।তাকে হারানোর বেদনা বুকে চেপে রেখে প্রার্থনা করি তিনি যেন নতুন এলাকায় নতুন করে জীবন শুরুকরতে পারেন। বিদায়ী অতিথি মতিন সরকার বলেন, জীবিকার তাগিদে দূরে যেতে হলেও মন প্রাণ এখানেই পড়ে থাকবে। আমেরিকার মাটিতে প্রথম পা রেখে এখানে বসবাস শুরুর প্রথম থেকেই বন্ধুরা যে ভাবে আমাকে আগলে রেখে ছিলেন তা কখনো ভুলার নয। তিনি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, কামরুজ্জামান বাবু, শেফ খলিলুর রহমান, বেলাল ইসলাম, শিবলি চৌধুরি কায়েস, সাংবাদিক দিদার চৌধুরি, মামুনুর রশীদ, হাবিবুর রহমান, সুমন চৌধুরি, স্বপন তালুকদার, আবু জাফর প্রমুখ।ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।