Sunday, April 2, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিযৌথ এআই মডেল তৈরিতে যুক্তরাষ্ট্র ও ইইউয়ের চুক্তি

যৌথ এআই মডেল তৈরিতে যুক্তরাষ্ট্র ও ইইউয়ের চুক্তি

কৃষি, জরুরি সেবা, জলবায়ুর পূর্বাভাস ও ইলেকট্রিক গ্রিড খাতের উন্নয়নে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়াতে শুক্রবার এক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এআই মডেলিং অর্থাৎ মেশিন লার্নিং অ্যালগরিদম কাজে লাগিয়ে খাতগুলোর কার্যক্রম আরো দক্ষভাবে চালানো সম্ভব হবে। মেশিন লার্নিং অ্যালগরিদম তথ্যভাণ্ডার থেকে তথ্য নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত প্রকাশ করে। যৌথ মডেল তৈরি করলে বিশাল পরিসরে তথ্য নেওয়া সম্ভব হবে। তথ্য যত বেশি হবে মডেলটি তত উন্নত হবে। যৌথ মডেল তৈরি করলেও তথ্যভাণ্ডার নিজেদের তথ্য নিজ নিজ দেশেই রাখতে পারবে যুক্তরাষ্ট্র ও ইইউভুক্ত দেশগুলো। বেশি তথ্যসমৃদ্ধ এআই মডেল ব্যবহারের মাধ্যমে জরুরি সেবা ও ইলেকট্রিক গ্রিড ব্যবস্থাপনা খাতের আরো উন্নয়ন ঘটানো যাবে। এ রকম বৃহৎ পরিসরে এআইবিষয়ক চুক্তি এটাই প্রথম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই ধরনের খাতে চুক্তি হয়েছে, তবে তা গোপনীয়তা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ ছিল।

          সূত্র : রয়টার্স

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments