যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী। তিনি পুলিশের ওপর হামলার চেষ্টা করলে তাকে গুলি করতে বাধ্য হয় পুলিশ। ২০ বছর বয়সী ওই বাংলাদেশির নাম সাইদ ফয়সাল। এ খবর দিয়েছে এনবিসি বোস্টন।
খবরে জানানো হয়, স্থানীয় সময় বুধবার দুপুরে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, গুলি করার আগে তিনি ধারাল ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে আসছিলেন। সাইদ ফয়সালকে থামাতে প্রথমে স্পঞ্জ রাউন্ড ছোড়া হয়। কিন্তু এতে ফয়সাল না থেমে পুলিশের দিকে আক্রমণ করতে আসতে থাকে। ফলে একজন পুলিশ অফিসার গুলি চালান।
ফয়সালের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) পড়াশোনা করতেন।
তার পরিবারের প্রায় সকলেই বোস্টনে বসবাস করেন। ফয়সালকে গুলির আগে পুলিশ কর্মকর্তারা তাকে ধরতে বেশ কিছুক্ষণ ছোটাছুটি করেন। তাকে গুলির ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে গুলি করা হয়েছিল কিনা তা নিশ্চিত হতে রেগুলার তদন্ত হবে। এ সময় গুলি করা কর্মকর্তাকে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে।