Tuesday, May 30, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিযেভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন

যেভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন

৫ দিনের বিরতি শেষে আবারও অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অনলাইনে টিকিট বিক্রির দায়িত্ব বুঝে পেয়েছে সহজ। এখন থেকে ট্রেনের টিকিট বুক করতে ও টিকিট কাটতে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাপ থেকে এই টিকিট কেনা যাবে না।

টিকিট কিনতে চাইলে ভিজিট করতে হবে eticket.railway.gov.bd-তে।  

নতুন অ্যাকাউন্ট খুলবেন যেভাবে
প্রথমেই www.eticket.railway.gov.bd লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
রেজিস্ট্রেশন বা ক্রিয়েট-এ নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।
ব্যক্তিগত তথ্য যেমন ইউজারের নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের নাম্বার, ঠিকানা, ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেস দিতে হবে।
সব তথ্য ঠিক আছে কিনা পরীক্ষা করে ক্লিক করতে হবে ‘সাবমিট’ বাটনে।
যে ফোন নম্বর দেওয়া হয়েছে তাতে একটি ভেরিফিকেশন কোড আসবে।
কোডটি ইটিকিট ওয়েবসাইটে দিতে হবে এবং রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।
সব শেষে বাংলাদেশ রেলওয়ে থেকে একটি মেইল আসবে। সেখানে থাকা লিঙ্কে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

যেভাবে টিকিট কিনবেন
প্রথমেই www.eticket.railway.gov.bd-এ ভিজিট করতে হবে।
অ্যাকাউন্টে লগইন করতে ইমেইল আইডি, পাসওয়ার্ড ও সিকিউরিটি কোড দিতে হবে।
লগইন হলে ‘পারচেস’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর যাত্রার তারিখ, স্টেশন, গন্তব্য, ট্রেনের শ্রেণী ও আসন সংখ্যা বেছে নিতে হবে।   
এতে ট্রেনের নাম ও কয়টি সিট খালি আছে তা দেখা যাবে।
নিজের পছন্দমতো সিট বেছে নিতে পারেন বা স্বংয়ক্রিয় প্রক্রিয়া আসন বাছাইয়ের অপশন বেছে নিতে পারেন।
 সব শেষে ‘পারচেস টিকিট’-এ ক্লিক করতে হবে।
এরপর অবশ্যই পুরো টাকা পরিশোধ করতে হবে।  
টিকিটের অর্থ পরিশোধ করা যাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ক্যাশ কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে।  

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments