Friday, September 29, 2023
spot_img
Homeআন্তর্জাতিকযুদ্ধ বন্ধে ইতালির প্রস্তাবে যা বলছে রাশিয়া

যুদ্ধ বন্ধে ইতালির প্রস্তাবে যা বলছে রাশিয়া

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আগ্রাসন শুরু করে ইউক্রেনে। এরপর থেকে বিভিন্ন পক্ষ যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও যুদ্ধ কবে থামবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক ও বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের নেতারা একাধিক বৈঠক করলেও তাতে কার্যত কোনো ফল আসেনি। এরই মধ্যে শান্তিচুক্তির প্রস্তাব দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইতালি।

তবে ইউক্রেন যুদ্ধের অবসানে ইতালি যে শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে তা ভেবে দেখছে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো। সোমবার তিনি এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

আন্দ্রেই রুদেনকো বলেন, সম্প্রতি প্রস্তাবটি পাওয়ার পর আমরা এটি এখন পড়ে দেখছি। তবে ওই প্রস্তাবের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেইকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানায়, প্রস্তাব নিয়ে রাশিয়া ও ইতালির মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় রুশ পক্ষের প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি। গত রোববার তিনি বলেন, রাশিয়া আবার আলোচনা শুরু করতে প্রস্তুত হলেও ইউক্রেনের কারণেই এটা আটকে আছে।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো বলেন, আমাদের কারণে আলোচনা বন্ধ এবং সবকিছু স্থগিত হয়নি। ইউক্রেন গঠনমূলক কোনো অবস্থানে এলেই আলোচনা আবার শুরু হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments